
স্টাফ করেসপন্ডেন্ট, কুয়াকাটা : বিশ্বনবীর অপমান সইবে না আর মুসলমান” ফ্রান্সের পন্য বর্জন করো, করতে হবে। এই স্লোগান আজ সারাদেশে। মহান আল্লাহ তার সর্বশ্রেষ্ঠ “আশরাফুল মাখলুকাত” সৃষ্টির শেরা মর্যাদা দিয়েছেন মানুষকে।
আর মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে সৃষ্টি করেছেন হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে। যার মর্যাদাকে আল্লাহ সব নবী-রাসুলের মর্যাদার ঊর্ধ্বে স্থান দিয়েছেন।
তাই সেই মহানবী(স:)কে কটাক্ষ্য করে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ মহিপুর থানা শাখার উদ্যোগে পটুয়াখালীর মহিপুরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে তাওহিদি জনতা।