
নিউজ বরিশাল : আজ বৃহস্পতিবার মধ্যরাতে বরিশাল ভোলা রুটের লাহারহাট ফেরিঘাট থেকে বরিশাল সদর নৌ থানা পুলিশ ২০ মণ জাটকা সহ ১টি ট্রাক আটক করেছে। সদর নৌ থানার সেকেন্ড অফিসার রেজাউল করিমের নেতৃত্বে নৌ পুলিশ এ অভিযান পরিচালনা করে।
সদর নৌ থানার সেকেন্ড অফিসার রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন বিপুল পরিমাণ জাটকাসহ ১টি ট্রাক ভোলা থেকে বরিশালে আসছে।
আজ বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে লাহারহাট ফেরিঘাটে অভিযান চালিয়ে ২০ মণ জাটকাসহ ২ জনকে আটক করা হয়, এবং ১টি ট্রাক জব্দ করা হয়।
আটককৃত জাটকা জেলাপ্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল ইকবালের উপস্থিতিতে নগরীর বিভিন্ন মাদ্রাসায় বিতরণ করা হয়।