
স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল : বরিশাল বিভাগের চার জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে স্ব-রাষ্ট্র মন্ত্রনালয়। আজ বুধবার (৩ আগস্ট) স্ব-রাষ্ট্র মন্ত্রনালয়ের উপ সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি বরিশাল বিভাগের চার জেলার এসপি পদোন্নতি প্রাপ্ত হন। ফলে বরিশাল জেলার নতুন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, ঝালকাঠি জেলার নতুন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, বরগুনা জেলার নতুন পুলিশ সুপার মোঃ আবদুস ছালাম এবং পটুয়াখালী জেলার নতুন পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম।