
নিউজ বরিশাল ডেস্ক : মার্কিন মডেল কাইলি জেনারের মুকুটে যোগ হলো আরেকটি পালক। ছবি ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ৩০ কোটি (৩০০ মিলিয়ন) ছাড়িয়েছে। ইনস্টাগ্রামে নারীদের মধ্যে কাইলির অনুসারীর সংখ্যাই বর্তমানে সবচেয়ে বেশি।
এর আগে এই রের্কডটি ছিল পপ তারকা আরিয়ানা গ্র্যান্ডের। ইনস্টাগ্রামের সর্বোচ্চ ফলোয়ার সংখ্যা রয়েছে ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। তার অনুসারীর সংখ্যা ৩৮৮ মিলিয়ন। রোনালদোর পরেই রয়েছে ২৪ বছর বয়সী কাইলির অবস্থান।
রিয়েলিটি টিভি স্টার কাইলি দ্বিতীয়বার মা হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিরতি নিয়েছিলেন। ২০২১ সালের বড়দিনে ফের ইনস্টগ্রামে সক্রিয় হন তিনি। ইনস্টাগ্রামে খুব বেশি সক্রিয় না হলেও কাইলি এই মাইলফলক ছুঁয়ে ফেলতে সক্ষম হন।
এর আগে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি লাইক পাওয়া ছবির রেকর্ডও ছিল কাইলি কসমেটিকসের প্রতিষ্ঠাতা এই তারকার।